বগুড়ার ধুনটে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক চেক বিতরণ ও সংবর্ধনা প্রদান

171

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ১৫ই মার্চ (সোমবার) বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয় চত্বরের বিকাল সাড়ে ৩ টার সময় শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে চেক বিতরণ ও সুধীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রুহুল আমীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহীন ডেপুটি সিভিল সার্জন,বগুড়া। এসময় উপস্থিত ছিলেন এস,এম আব্দুস সাত্তার মাহমুদ সহকারী কর কমিশনার বগুড়া,হাসান আহম্মেদ জেমস্ মল্লিক সাবেক চেয়ারম্যান মথুরাপুর ইউপি,মাহবুবুর রহমান ফিরোজ সাবেক চেয়ারম্যান মথুরাপুর ইউপি,মোঃ আজহারুল ইসলাম সাবেক চেয়ারম্যান মথুরাপুর ইউপি,প্রভাষক মোঃ লুৎফর রহমান জি এম সি ডিগ্রী কলেজ, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী ভূইয়া,সাবেক ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমীন চাঁন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ওমর ফারুক জিন্নাহ প্রমুখ।

এবছর শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন কর্তিৃক ৩২ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া বীর মুক্তিযুদ্ধ , শিক্ষা, সাহিত্য, চিকিৎসা, সাংবাদিকতা,ও দক্ষ প্রশাসনে বিশেষ ভুমিকা রাখায় ১৪ জন সুধী বৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন ২০২১ ইং কর্তিৃক সংবর্ধনা পেলেন যাঁরাঃ বীরমুক্তিযোদ্ধা মোঃ আজমল হোসেন আজাদ,কালের পাড়া,ধুনট-বগুড়া। বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ নূরুল আমিন,শৌলির চর,রায়গঞ্জ,সিরাজগঞ্জ। সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা নির্বাহী অফিসার ধুনট-বগুড়া (দক্ষ কর্মকর্তা হিসাবে)।

মুহাম্মদ আমজাদ হোসেন তালুকদার ,প্রধান শিক্ষক অবঃ গোপালনগর এ কে উচ্চ বিদ্যালয়,ধুনট-বগুড়া । নওশের আলী, প্রধান শিক্ষক অবঃ নন্দীগ্রাম সদর উচ্চ বিদ্যালয়,নন্দীগ্রাম,বগুড়া। কেএম মোস্তফা কামাল রেজু, সিনিয়র সহকারী শিক্ষক অবঃ ফুলজোড় উচ্চ বিদ্যালয়, শেরপুর বগুড়া। প্রফেসর মোঃ লিয়াকত আলী,অধ্যক্ষ অবঃ গোল-ই আফরোজ সরকারি কলেজ,সিংড়া, নাটোর। মোঃ আব্দুল আলীম ,প্রধান শিক্ষক পাঁচথুপি উচ্চ বিদ্যালয়,ধুনট,বগুড়া। জগন্নাথ সাহা,(মরণোত্তর)সহকারী অধ্যাপক অবঃ সরকারী বেগম নূরুন্নাহার তর্কবাগীশ কলেজ রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

ডাঃ মোস্তাফিজুর রহমান তুহীন,ডেপুটি সিভিল সার্জন বগুড়া। ড.আক্তার জাহান কাঁকন,মাশরুম বিশেষজ্ঞ (কৃষি),ডি আই মাশরুম উন্নয়ন প্রতিষ্ঠান ,সাভার,ঢাকা। শ্রী রামচন্দ্র সরকার, সাহিত্য,বিলকাজুলী, ধুনট,বগুড়া। শেখ সোহেল রানা,উদ্দীপনা পুরস্কার, সাংবাদিক, দৈনিক সময়ের কলম ও দৈনিক প্রতিবাদ। মোঃ গোলজার হোসেন, সমাজ সেবা, এ জি এম অবঃ গ্রামীন ব্যাংক।

শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে একটি মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এছাড়া আলোর দিশারী নামে বার্ষিক স্মরনিকা প্রকাশের মাধ্যমে উক্ত ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দ্যেশ্য কর্ম তৎপরতার বিস্তারিত বিবারণ তুলে ধরনে হয় সুধি জনদের মাঝে।

শাহজালাল স্মৃতি ফাউন্ডেশন প্রসঙ্গে সভাপতি রুহুল আমীন বলেন,১৯৯৩ সালে আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানটি আমার স্যারের নামেই প্রতিষ্ঠা করি আজ তাঁর ২৯ বছরে পদার্পণ করলো।