রামেশ্বরপুর মাঠে গাইবান্দা ফুটবল একাদশ কে ৪-১গোলে হারিয়ে গোবিন্দগঞ্জ ফাইনালে

225

——————————
এম দুলাল (বগুড়া) সদর প্রতিনিধি ; ১৬ মার্চ মঙ্গলবার বিকেলে বগুড়া গাবতলি উপজেলার রামেশ্বরপুর ইউপির উচ্চবিদ্যালয় মাঠে তরুণ সমাজের উদ্যোগে উপজেলা ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় সেমিফাইনাল রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় ও কাগইল ইউপি সদস্য সাইফুল ইসলাম,মুজিবুর রহমান লজিক, বিপুল,

খেলায় অংশগ্রহণ করেন গাইবান্ধা ফুটবল একাদশ বনাম গোবিন্দগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।
খেলার ৬মিনিটের মাথা একটি ২৭ মিনিটের মাথায় একটি এবং ৪৬ মিনিটে মাথায় একটি গোল করে হ্যাটট্রিক করেন গোবিন্দগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ট্রাইকার বাংলাদেশের অনূর্ধ্ব ১৯দলের ক্যাপ্টেন ফাইভ মোরশেদ, গবিন্দগঞ্জের আর এক ট্রাইকার আসিফ পাঠান দলে পক্ষে আরো একটি গোল করে ফাইনাল খেলার টিকিট নিশ্চিত করেন।
অপরদিকে গাইবান্ধা দলের ট্রাইকার অনেক সুযোগ পেলেও তারা সুযোগ কাজে লাগাতে না পেরে ১-৪গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় গোবিন্দগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতির খেলোড়ার ফাইভ মোর্শেদ।

খেলা পরিচালনা করেন গোলাম মোস্তফা তাকে সহযোগিতা করেন রফিকুল ইসলাম ও আব্দুল্লাহ খান।
ধারা বর্ণনায় মোঃ রফিকুল ইসলাম।