বগুড়ার শেরপুরে শেষ হলো বান্নির মেলা কাল হবে বউমেলা

195

মোঃ জাকির হোসেন উপজেলা প্রতিনিধি শেরপুর, বগুড়া

২২ মার্চ সোমবার বগুড়া শেরপুর উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের গাড়িদহ গ্রামের করতোয়া নদীর পাড় রোড ও বাংড়া পদ্মারপাড় গ্রামে অনুষ্ঠিত হলো বান্নি মেলা, আর আগামীকাল হবে বউমেলা। গ্রামবাংলার চিরাচরিত এবারের মেলার উঠেছে নাগরদোলা, চড়কিখেলা,ট্রেন খেলা,খেলনা , মাটির তৈরি বাহারি হাড়ি,লোহার দাউবটি সামগ্রী, কাঠের খাট ও চেয়ার, গরমের হরেক রকম পাখা, সুস্বাদু ফুসকা, দই মিস্টিসহ ইত্যাদি সামগ্রির পসরার যেন কমতি নেই মেলায়। দুইদিনব্যাপী এই মেলা প্রসঙ্গে প্রাণের শহর বিডি নিউজকে গাড়িদহ গ্রামের মমিনুল ইসলাম বলেন হিন্দু সম্প্রদায়ের প্রচলিত প্রথা অনুযায়ী এই মেলা প্রতিবছরের এই দিনে মেলা হয়ে থাকে, এছাড়া ও বাংড়া গ্রামের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন বলেন প্রায় দুইকিলোমিটার এলাকাজুড়ে এই মেলা কিছুটা সড়কের দুইধারে ও বাংড়া পদ্মারপাড় গ্রামের ভিতরে অনুষ্ঠিত হয়।
কিন্তু মেলার ইতিকথা হিসাবে জানা যায় একসময় গাড়িদহ এলাকার করতোয়া নদীতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন স্নান করতো সেইসময়ে করতোয়ার নদীর পাড়ে দুই একটা দোকান গড়ে উঠে ফলে পরবর্তিতে সেই থেকেই বান্নি মেলা হিসাবে স্থানীয় লোকজন আনন্দ উৎসব করে আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে আনে প্রতিবছর এজন্য বাড়তি বিনোদনের মেলা হিসাবে বউমেলা অনুষ্ঠিত হয় মেলার পরেরদিন। মেলায় ছোটবড় সব বয়সের মানুষজনের আগমনে মুখরিত হয়ে উঠে পালন করে আনন্দময় দিন। মেলা উপলক্ষে শেরপুর থানার পক্ষথেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।