স্বাস্থ্য বিধি মেনে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে–সফিক

136

আকাশ স্টাফ রিপোর্টার; শুক্রবার বিকালে বগুড়ার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া ৮ নং ওয়ার্ড কাপ ফুটবল ফাইনাল ফুটবল টূর্ণামেন্ট ও দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা পুন্ড্র ইউনির্ভাসিটি মাঠে অনুষ্ঠিত হয়।
বিএডিসি রংপুর বিভাগের সাবেক যুগ্ন পরিচালক আলহাজ্ব আসাদুর রহমান নান্নুর সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলার উদাবোধন করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসাবে জোড়া খাসী তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। তিনি বলেন, যুবকদেরকে খেলায় উৎসাহিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে সকল অন্যায় কাজ থেকে দুরে থাকা যায়। স্বাস্থ্য বিধি মেনে চলে করোনা ভাইরাস থেকে মুক্তি থাকার চেষ্টা করতে হবে এবং সরকারী নির্দেশ মেনে চলতে হবে। ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম সাজুর সার্বিক ব্যবস্থাপনায় এসময় বরেন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টিএমএসএস এর পরামর্শক ইজার উদ্দিন, কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, , ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আলী রেজা তোতন, চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন লেদু, জিয়াউর রহমান জিয়া, জাহাঙ্গীর হোসেন,আব্দুল আজিজ, শহিদুর, সৌরভ, আঃ কুদ্দুস, আলহাজ্ব তোতা মিয়া, বারী মন্ডল, সেলিম হোসেন, শাফিউল, ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাফিউল, সেলিম, আঃ আজিজ, সহ ক্লাবের সকল সদস্য এলাকার গন্যমাস্য ব্যক্তি বর্গ। খেলায় বগুড়া বার্সোরোনা ক্লাব রারপুর একাদশকে ৩-১ গোলে পরাজিত করে জয় লাভ করে।