প্রশাসন ম্যানেজ থাকলে আপনি কি করবেন….বালু ব্যবসায়ী কামাল

155

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে থেমে নেই অবৈধভাবে বালু উত্তোলন। উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ঋষিঘাট করতোয়া নদী থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে কামাল নামের এক বালু উত্তোলনকারী।

এই বালু উত্তোলনের মহোৎসব থেকে কোন ভাবেই আটকানো যাচ্ছে বালু ব্যবসায়ী কামালকে।
কে এই কামাল? এর খুটির জোর কোথায়?

অবশ্য তিনি বলছেন, প্রশাসন ম্যানেজ থাকলে আপনি কি করবেন। এই সুচতুর ধ্রুন্দর কামাল নদীতে মেশিন বসিয়ে ভুট্টার ক্ষেতের ভিতর দিয়ে পাইপ লাগিয়ে বালু উত্তোলন করছেন।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।