নওগাঁয় তেলের ব্যারেলে যুবকের মরদেহ ভেসে উঠলো

143

মোঃআতিকুর হাসান সজীব (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মিরাট ইউনিয়নের মেরিয়া নামক স্থানে একটি পুকুরে তেলের ব্যারেলে ভরা এক অজ্ঞাতনামা (৩২) যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে লাশটি পানি থেকে না তুলে নওগাঁ জেলা পুলিশের সিদ্ধান্তে লাশের আলামত সংগ্রহের লক্ষে লাশটি উদ্ধারের জন্য রাজশাহী সিআইডির ফরেনন্সিক বিভাগের বিশেষজ্ঞ (ক্রাইমসিন) টিমকে তলব করা হয়। দুপুরে সিআইডির ওই টিম পুকুর থেকে অজ্ঞাতনামা ওই যুবকের লাশ উদ্ধার করে রাণীনগর থানা পুলিশের মাধ্যমে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই যুবককে দূরে কোথাও হত্যা করে রবিবার দিবাগত রাতের কোন এক সময় তেলের ব্যারেলে ভরে ঘটনাস্থালে ফেলে রেখে ঘাতকরা চলে যায়।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন।রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ সাংবাদিকদের জানান, উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা-বান্দাইখাড়া সড়কের মেরিয়া নামক স্থানে একটি পুকুরে হলুদ প্লাস্টিকের ড্রামে ভরা অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জানালে প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে লাশটি দেখতে পাই। পরে পুলিশ সুপার স্যারকে জানালে তার পরামর্শে রাজশাহী সিআইডির ক্রাইস সিনের বিশেষজ্ঞ দলকে জানানো হলে তারা এসে লাশের আলামত সংগ্রহের পর অন্যান্য প্রয়োজনীয় আইনগত কাজ সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।