বগুড়ার সর্বনিম্ন ৬৫ এবং সর্বোচ্চ ২৩১০টাকা ফিতরা নির্ধারণ

133

স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা ইমাম মুয়াজ্বিন সমিতির এক সভায় বগুড়ার ফিতরা সর্বোচ্চ ২৩১০ সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার বাদ জোহর বাইতুর রহমান সেন্টাল মসজিদে সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাও: আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জামিল মাদরাসার প্রধান মুফতি শামসুজ্জোহা, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাও: আলমগীর হুসাইন, জোড়া নাজমুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাও: শহীদুল ইসলাম, ইসলামী গবেষক মাও: আব্দুল হালিম বেগ, দক্ষিণ বগুড়া গোরস্থান ভাই পাগলা মাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব মাও: আব্দুস সালাম,মহাস্থান আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাও: আবু বক্কর সিদ্দিক, সমিতির সাধারন সম্পাদক মাও: আব্দুল জলিল,মাও: এমদাদুল হক ,পার্ক মসজিদের খতিব মাও: রবিউল ইসলাম রওশন, মাও: আবু রাজি,পীরজাদা আমজাদ হোসেন রাশেদী,লেখক মুস্তাকিম হোসাইন,মাও: আবুল ওয়াহাব প্রমুখ। সভা শেষে মুসলিম উম্মাহর সুখ মান্তি সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।