নওগাঁয় যুবলীগ নেতার ইফতার বিতরণ

113

মোঃ আতিকুর হাসান সজীব, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনা ভাইরাস প্রতিরোধে সাময়িক ভাবে বিপর্যস্ত হয়ে পড়া দিনমজুর, পথচারী, দু:স্থ, অসহায়, ভবঘুরে ও ছিন্নমূল মানুষের ইফতার সামগ্রী বিতরন চলছে। প্রতিদিন বিকেলে শহরের তাজের মোড়ে প্রায় ৩শত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হচ্ছে। চলমান লকডাউনে অনেক মানুষই কর্মহীন হয়ে পড়েছে। কমে গেছে অনেকের আয়। যার কারণে দিন শেষে পরিবারকে নিয়ে ইফতার করার মতো বাড়িতে অনেকেরই জো নেই। তাই জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় এই সবমানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করেছেন। তিনি রমযানের শুরু থেকেই এই ইফতার সামগ্রী বিতরন করে আসছেন। পুরো রমযান মাস জুড়েই তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান। একাজে বিমান কুমার স্থানীয়দের অনেক প্রশংসা কুড়িয়েছেন। বিমান কুমার রায় বলেন করোনা ভাইরাসের এমন সংকটময় সময়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। গত বছর বিভিন্ন সংগঠন ও বিত্তবানরা যে ভাবে

সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে এসে দাড়িয়ে ছিলেন কিন্তুু চলতি বছর আর তাদের দেখা যাচ্ছে না। আমরা বিত্তবানরা ইচ্ছে করলেই আমাদের পাশের অসহায় মানুষদের পাশে দাড়াতে পারি। তাই আমি আমার সাধ্যমতো এই সব মানুষদের পাশে দাড়ানোর চেষ্টা করে আসছি। তাই আমি আমার

সহকর্মীদের সহযোগিতা নিয়ে আমরা প্রতিদিন নিজেরাই রান্না করে সেই খাবার রোযাদার দু:স্থ, অসহায়, ভবঘুরে ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরন করছি। এই সব মানুষরা অন্তত একবেলা পেটপুড়ে খেতে পারবেন। মানুষ মানুষের জন্য। মানুষের জন্য ভালো কিছু করা মানেই সৃষ্টিকর্তার ইবাদত করা। বিগত সময়ে আমি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার চেস্টা করেছি বর্তমানেও আছি এবং আমি যতদিন বেঁচে আছি ততদিন এই সব মানুষদের জন্য ভালো কিছু করার চেস্টা আমার অব্যাহত থাকবে।