পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের ২৮’শ ৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

161

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের ২ হাজার ৮শ ৫ জন অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া পবিত্র ঈদ-উল-ফিতর ও করোনা পরিস্থিতি মোকাবেলায় নগদ ৪৫০ টাকা করে সহায়তা বিতরণ করা হয়েছে।

দেশজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/চলাচলের বিধি-নিষেধ আরোপ করায় কর্মহীন হওয়া মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জি-আর ও প্রণোদনার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ লক্ষ্যে ১০মে সোমবার স্বাস্থ্য বিধি মেনে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ ভবন থেকে উক্ত ইউনিয়নের ২২’শ ৫০ জন ভিজিএফ ও ৫’শ ৫৫ জন প্রণোদনায় মোটে ২৮’ শ ৫ পরিবারের মাঝে পরিবার প্রতি নগদ ৪৫০ টাকা হারে বিতরণ উদ্ধোধন করেন ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, পিআইও জিয়াউর রহমান, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমান প্রমূখ।