শিবগঞ্জে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

218

শাহজাহান আলীঃশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

সারা দেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জে দৈনিক প্রথম আলো’র সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্যখাতের নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে সংবাদ পরিবেশ করায় এবং পেশাগত দায়িত্ব পালনকালে তাকে হেনস্তা, অন্যায়ভাবে গ্রেপ্তার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২০ মে সকাল ১১ঘটিকায় শিবগঞ্জ বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে শিবগঞ্জ উপজেলার সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক বগুড়ার সিনিয়র সাংবাদিক এসআই সুমন’র সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি খালিদ হাসান, দৈনিক মুক্তবার্তার স্টাফ রির্পোটার এমদাদুল হক এমদাদ।

দৈনিক জয়যুগান্তরে শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল ইসলাম রবি’র পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রহমান, কনক দেব, ছাইফুল ইসলাম, গোলাম রব্বানী শিপন, গোলজার রহমান, এম দুলাল, বাকী বিল্লাহ্, জাহেদুল ইসলাম, ফারুক হুসাইন, রাকিবুল ইসলাম, শাহজাহান আলী, আজিজুল হক বিপুল, মাহমুদুল হাসান তৌহিদ, মিজানুর রহমান, এম. রহিম, আব্দুর রহিম নাজিম, আনন্দ মোহন রায়, আব্দুল হালিম, মহসিন আলী প্রমূখ।

মানববন্ধন থেকে সকলে নির্যাতিত দৈনিক প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও দোষীদের বিচারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।