গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

255

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদরের নয়ানী সাদেকপুর গ্রামের রোসনা বেগমের সহিত একই গ্রামের লিটন মিয়া গং এর দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিষয় নিয়া বিবাদ চলিয়া আসিতেছিল।

এমতাবস্থা চলাকালে গত ০৪/০২/২০২০ তারিখে প্রতিপক্ষ লিটন গং কর্তৃক রোসনা বেগমের বশতবাড়ীতে অনাধিকার প্রবেশ করিয়া বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করিয়া প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করায় রোসনা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-৩৬, তারিখ- ১৩/০২/২০২০।

উক্ত মামলাটি আদালতে চলামান থাকায় প্রতিপক্ষগণ ক্ষিপ্ত হইয়া পূনরায় ২৪ এপ্রিল ২০২১ তারিখ রাত অনুমান ৮টার সময় বাদী রোসনা বেগমের ছেলে মসজিদে নামাজের উদ্দেশ্যে আসিলে প্রতিপক্ষগণ মসজিদের সামনে ফাঁকা রাস্তায় তাকে একা পেয়ে এলোপাথারী মারপিট করিয়া গুরুত্বর রক্তাক্ত জখম করে। প্রতিপক্ষগণ পূনরায় ২৩ মে পূর্ব শত্রুতার জের ধরে রোসনা বেগমের স্বামী ফেরদৌস সরকার বিপুল সন্ধ্যা রাত্রি অনুমান ৭.৩০ ঘটিকার সময় তুলসীঘাট হতে বাড়ীতে আসার সময় পথরোধ করতঃ প্রতিপক্ষ লিমন মিয়া (২৪), লিটন সরকার (৫৫) ও বিলকিছ বেগম (৪৫)গণ বাদীর স্বামীকে মারপিট করিয়া ছেলাফুলা জখম করে।

২৮ মে প্রতিপক্ষগণ কর্তৃক রোসনা বেগমের স্বামী ও ছেলেকে মারপিটের ঘটনায় তদন্ত করে পুলিশ ফিরে আসলে প্রতিপক্ষগণ রোসনা বেগমের উপর ক্ষিপ্ত হয়ে রোসনা বেগমকে মারপিট করে গুরুত্বর জখম করে। বর্তমানে সে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।