বগুড়ায় নির্মানাধীন সীমানা প্রাচীর ভাংচুর: থানায় অভিযোগ

300

স্টাফ রিপোর্টার: বগুড়ায় নির্মানাধীন সীমানা প্রাচীর ভাংচুর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সিলিমপুর তালুকদার পাড়ায়। এই ঘটনায় বগুড়া সদর থানায় ১ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সিলিমপুর তালুকদার পাড়া এলাকর মৃত সোলেমান আলী মন্ডলের পুত্র আনোয়ার হোসেন আপেল। অভিযোগ সুত্রে জানা যায় গত ৪ বছর পুর্বে শহরের সুত্রপুর পার্ক রোড¯ মৃত ডাঃ মাহফুজুল হকের পুত্র শহিদুল্লাহ তপুর নিকট হতে ৫৮৬৯ দলিল মুলে বাদি ও তার স্ত্রী নুরুন্নাহার লাকীর নামে সিলিমপুর মৌজার তফশিলী সম্পত্তি যার জে এল নং ১২২, দাগ নং ৪৬৬/১৭২৭, সিএস ১১০৯, এম আর আর ১৩৭ এবং ডিপি ১৪৮ নং এ ০৩৩৩ সহশ্রাংশ নি¤েœ বর্নিত সম্পত্তি ক্রয় করে ভোগ দখল করে আসছে। কিš দর্ঘিদিন থেকে বিবাদী ঐ জমিটি আবার জোড়পুর্বক দখলে নেওয়ার জন্য পায়তারা করে আসছিল । বাদি জায়গাটি ঘেরাও করার জন্য প্রাচীর নির্মান করা অব¯ায় গত ০১/০৬/২১ইং মঙ্গলবার আনুমানিক রাত তিনটার দিকে অভিযোগকারীর ক্রয়কৃত উক্ত জায়গাতে শহরের সুত্রাপুরের মৃত ডাঃ মাহফুজুল হকের পুত্র শহিদুল্লাহ তপুর নেতৃত্বে আরো ৮/১০ জন অজ্ঞাত লোকজন নিয়ে জায়গার সীমানা প্রাচীর ভাংচুর করতে থাকে। ভাংচুরের শব্দ পেয়ে বাদি ও তার পরিবারের লোকজনের ঘুম ভেঙ্গে গেলে বাহিরে গিয়ে দেখেন যে তার নির্মানাধীন প্রাচীর ভাংচুর করছে। এসময় তাদেরকে বাধা দিতে গেলে তারা বাদি ও তার পরিবারের লোকজনকে খুন জখম সহ বিভিন্ন ভয়ভীতি দেখায়। এ অব¯ায় বাদি ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয। অভিযোগের বিষটি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।