পলাশবাড়ীতে ৭৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

161

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৪ বোতল মাদকদ্রব্য কোডিন মিশ্রিত ভারতীয় ফেন্সিডিলসহ আওলাদ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সুপার, গাইবান্ধার নির্দেশনায় পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে এসআই (নিঃ) ইউসুফ আলী প্রামানিক এর নেতৃত্বে এএসআই (নিঃ) রাম চন্দ্র প্রামানিক, এএসআই (এবি) নুর আলম, কং নুরে আলম, কং রুমা খাতুন, কং দবিরুল ৬ জুন রোববার দুপুর ১২.০৫ ঘটিকার সময় পলাশবাড়ী থানাধীন ৪নং বরিশাল ইউনিয়নের অন্তর্গত দুবলাগাড়ী উত্তর চাদপাড়া মৌজাস্থ জনৈক মোঃ আশরাফুলের দোকানের পশ্চিম পাশের্^ রংপুর-ঢাকা জাতীয় মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে “হানিফ এন্টারপ্রাইজ” নামক একটি বাসে তল্লাসি চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিলসহ আওলাদ হোসেন নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আওলাদ হোসেন নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার পাকুন্দা (নামাপাড়া) গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান মাসুদ জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু হয়েছে।