নওগাঁয় বটি দিয়ে ট্র্যাফিক পুলিশকে হামলার চেষ্টা

238

মোঃ সজীব হাসান (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁয় মোটরসাইকেল থামিয়ে মামলা দেওয়ায় ওই মোটরসাইকেল আরোহী শরীফ হোসেন কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের এসআই বেলাল হোসেনকে বটি দিয়ে হামলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের ব্রীজ মোড়ে এ ঘটনা ঘটে। শরীফ হোসেন পৌরসভার খাস নওগাঁ ৪ নম্বর ওয়ার্ড কমিশানার আব্দুল মালেক শেখ খোয়াজের ছেলে। জানা যায়, এদিন সকালে টিএসআই বেলাল হোসেন শহরের ব্রীজ মোড়ে কর্তব্য পালন করছিলেন। কমিশনারের ছেলে শরীফসহ মোটরসাইকেলযোগে ৩ জন ঘটনাস্থলে পৌঁছালে কর্তব্যরত টিএসআই গাড়ি থামিয়ে দেয়। তিনি গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা দেখতে চাইলে দেখাতে ব্যার্থ হয়ে পরিচয় দেন আমি কমিশনারের পুত্র। একথা শুনে কর্তব্যরত টিএসআই মোটরসাইকেল জব্দ দেখিয়ে সর্ব নিম্ন মামলা প্রদান করেন। ঘটনার ২০-৩০ মিনিট পর শরীফ ধারালো বটি দিয়ে কর্তব্যরত টিএসআই বেলালকে হামলার চেষ্টা করেন। এসময় পেছন থেকে দৌঁড়ে এসে সার্জেন্ট মাহাবুব ইবনে হায়দার তার হাতে থাকা বটি ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে থানায় খবর দেয়। সার্জেন্ট মাহাবুব ইবনে হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পুলিশ এসে বটি জব্দ করে শরীফ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, সম্প্রতি কোভিট ১৯ এর কারনে লকডাউনের সময় কিছু তরুন শহরে বিকট শব্দে ও বেপরোয়া গতিতে মোটর বাইক নিয়ে পায়চারী করতে দেখা যায়। তাদের অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নাই এমনকি বৈধ কাগজপত্রও নাই। তাদের বিরুদ্ধে পুলিশের আরও তৎপর হওয়া উচিত বলে শহরের সচেতনমহল মনে করেন।