বগুড়ায় নেসকো ও পিজিসিবির তারের শর্টসার্কিটে পুড়ল শতাধিক বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী

243

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

শনিবার রাতে পৌরসভার ১৪নং ওয়ার্ডের সিলিমপুর এলাকায় পিজিসিবির ১লক্ষ ৩২হাজার ভোল্টের একটি তার নেসকো লিঃ এর ৪০০ ভোল্টের তারের উপর ঝুলে পড়ে শর্টসার্কিটের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষনিক শর্ট সার্কিট হয়ে সিলিমপুর উত্তরপাড়া এলাকার প্রায় ১শত বাড়ির টিভি, ফ্রিজ, ফ্যান, মোটর সহ সকল ইলেকট্রিক জিনিসপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এলাকাবাসীরা জানান এতে তাদের প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। এই ক্ষতি হওয়ায় সাধারন জনগনের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অত্র ওয়ার্ডের কাউন্সিলর এম আর ইসলাম রফিক। নেসকো লিঃ এর ডিভিশন-৩ এর সহকারী প্রকৌশলী আব্দুর রউফ জানান গতকাল বেলা ১২টার দিকে ঐ তার আংশিকভাবে ঝুলে পড়ে তখন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমস্যার সমাধান করে দিয়ে এসেছিলাম কিন্তু সন্ধ্যার পর পুনরায় একই ভাবে ঝুলে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা পিজিসিবি কর্তপক্ষকে ঐ তারের সংযোগ লাইন বিচ্ছিন্ন করতে বললেও তারা তা করতে পারেনি। এ বিষয়ে পিজিসিবি কর্তপক্ষের সাথে তাৎক্ষনিক যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।