অর্থের অভাবে প্রায় বিলীন কাহালুর ওলাহালী সর্বজনিন কালী মন্দির

219

কাহালু (বগুড়া) প্রতিনিধি

১৯৭৫ সালে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ওলাহালী গ্রামে প্রতিষ্ঠিত হয় এই কালী মন্দির। দীর্ঘ ২৫ বছর পর ২০০০ সালে মন্দিরটির একটি ইটের ঘর তৈরি করে তাঁতে টিনের চাউনী দেওয়া হয়। তারপর থেকে মন্দিরটির ঘর সংস্কার না করায় যে কোন সময় ঘরটি ভেঙ্গে যেতে পারে। মন্দিরটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনপ্রতিনিধিরা গিয়ে অনুদানের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত তা কেউ বাস্তবায়ন করেননি।

ওলাহালী গ্রামের প্রবীন ব্যক্তি শ্রী কানাই চন্দ্র জানান, আমরা ৪ শতক জাযগার উপর দেশ স্বাধীন হওয়ার পর ওলাহালী গ্রামে এই কালি মন্দিরটি স্থাপন করি।

ওলাহালী কালী মন্দির এর সাধারণ সম্পাদক শ্রী বিপল্ কুমার এর সাথে কথা বলা হলে তিনি জানান, বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা মন্দিরে এসে অনুদানের প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত তা কেউ বাস্তবায়ন করেননি।

তিনি আরও জানান, মন্দিরটির সংস্কারের জন্য সর্বশেষ কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ এর নিকট আবেদন করেছে।