কাহালুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণের উদ্বোধন

209

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে রোপা আমন মৌসুমী বন্যায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আপদকালীন পুনবাসন কর্মসূচীর আওতায় কাহালু পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নের ১শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের নাবী জাতের বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার ময়নুল হক সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, রাকিব হাসান, উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা, কাহালু মডেল প্রেস ক্লা্েবর সাধারণ সম্পাদক এম এ মতিন সহ সকল উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও কৃষকবৃন্দ।