কাহালুর পাইকড় ইউনিয়নে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা

204

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন ৫ নম্বর বিট পুলিশিং কার্যালয়ে ইউনিয়নের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল খালেক, পাইকড় ইউনিয়ন ৫ নম্বর বিট পুলিশিং ইনচার্জ ও কাহালু থানার এস আই রেজাউল করিম, পাইকড় ইউ পি সচিব তাজুল ইসলাম, ইউ পি সদস্য জাকিয়া সুলতানা মিষ্টি, আঞ্জুয়ারা বেগম, শেফালী বেগম, হাফিজার রহমান বোস্তামী, সোলাইমান আলী, আজমল হোসেন, আলী আহসান পাপ্পু, খোরশেদ আলম, ওমর আলী, সৈয়দ আলী, ছরওয়ার কাজী সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।