কাহালুর মালঞ্চার শহরগাড়ী পাল্লাপাড়া ফেরকানিয়া মাদ্রাসায় চারাগাছ রোপন

179

কাহালু (বগুড়া) প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই, এই শ্লোগানকে সামনে রেখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেনের বরাদ্দকৃত চারাগাছ কাহালুর মালঞ্চা ইউনিয়নের শহরগাড়ী পাল্লাপাড়া মরহুম কলিম উদ্দিন ফেরকানিয়া মাদ্রাসা মাঠে রোপন ও ছাত্র/ছাত্রীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।

উক্ত চারাগাছ রোপন ও বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রদলের সদস্য রাকিব ইমতিয়াজ শাওন ও মালঞ্চা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন শহরগাড়ী পাল্লাপাড়া মরহুম কলিম উদ্দিন ফেরকানিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ সহ অত্র গ্রামের গণমান্য ব্যক্তিবর্গ।