সান্তাহারে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

313

মোঃ শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মোবাইল কোর্টের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৩ প্রতিষ্ঠানকে ৪ হাজার ৭শত টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শ্রাবনী রায়। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় শহরের আয়েজ প্লাজার জান্নাত বস্ত্রালয়কে ২শত টাকা ও বেহেস্তী বস্ত্রালয়কে ৫শত টাকা জরিমানা করা হয়। অন্যদিকে স্টেশন এলাকার বিসমিল্লাহ হোটেলে ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ও খাবার মূল্য তালিকা না টাঙানোর জন্য ৪ হাজার টাকা জরিমানা ধার্য করে। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় জানান, স্বাস্থ্য বিধি না মানায় ও মাস্ক পড়ায় জরিমানা করা হয়েছে পাশাপাশি খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সেখানেও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। আমাদের এই রকম অভিযান অব্যহত থাকবে।