কাহালু মডেল প্রেস ক্লাবে আড়োলা দধি সাগর আবাসনের আবু জাফরের পাল্টা সংবাদ সম্মেলন

145

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার সন্ধ্যায় বগুড়ার কাহালু মডেল প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেন পাইকড় ইউনিয়নের আড়োলা দধি সাগর আবাসনের আবু জাফর (জুয়েল)।
লিখিত বক্তব্য তিনি বলেন, আড়োলা দধি সাগর আবাসনের সভাপতি আবু জায়েদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ কতিপয় সদস্য গত ১৩/১০/২১ইং তারিখে কাহালু প্রেসক্লাবে যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা তাদের অন্যায় দূর্নীতি, অর্থ আতœসাৎ এর ঘটনা আড়াল করতেই মিথ্যা সংবাদ সম্মেলন করেছেন। গত ৩০/০৯/২১ইং তারিখে আড়োলা দধি সাগর আবাসনের ঢেউটিন, ঘরের দরজা জানালা ও এ্যাঙ্গেল খুলে অবৈধ ভাবে বিক্রির ভিডিও মোবাইল ফোনে ধারণ ও তার প্রতিবাদ করায় আবাসনের বসবাসরত সাব্বির ও তার মাকে মারধর করে গুরুত্বর আহত করা হয়। এ ঘটনা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। দধি সাগর আবাসনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি, সদস্য আব্দুর রশিদ ও লুৎফর রহমান অনেক আগে থেকেই নানা অন্যায় অত্যাচার ও অনিয়মের সাথে জড়িত। আবাসনের ১১ নং ব্যারাকের পশ্চিম পার্শ্বে ঝড়ে চাল দুমড়ে মুচড়ে একত্র হয়ে যায়। ঝড় শেষে দুমড়ানো মুচড়ানো সমস্ত টিন ও এ্যাঙ্গেল মেরামতের নামে তারা বিক্রি করে। আবাসনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজন সদস্য উপজেলা সমবায় অফিসার ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী আবাসনের পুকুরটি তারা নিজে চাষাবাদ করবে বলে এবং কোথাও লীজ (পত্তন) দেন নাই বলে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানায়। পরবর্তীতে উক্ত ব্যক্তিগন গোপনে অবৈধভাবে উপকারভোগীদের কিছু কিছু টাকা দিয়ে তারা অবশিষ্ট টাকা আবাসনের মসজিদ, মন্দির ও রাস্তাঘাটের সংস্কারের নামে আনুমানিক ১৫ লক্ষ টাকা আতœসাৎ করেছে। এখন পযর্ন্ত আবাসনের মসজিদ, মন্দির ও র্স্তাাঘাটের উন্নয়নমূলক কোন কাজ করা হয়নি। তাদের এই অন্যায় অনিয়মের প্রতিবাদ করতে গেলেই ভয়ভীতি ও হুমকি ধামকি দিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছে। তাদের বিরুদ্ধে কাহালু উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার, থানা অফিসার ইনচার্জ ও উপজেলা সমবায় অফিসার বরাবরে অভিযোগ রয়েছে। যা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মূল ঘটনা বেরিয়ে আসবে। এ ঘটনা সাংবাদিকদের কলমের লিখনের মাধ্যমে সঠিক ঘটনাগুলো পত্রিকায় তুলে ধরার জন্য আহবান করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দধি সাগর আবাসনের সাব্বির, সাবিনা বিবি প্রমূখ।