দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে বর্তমান সরকার- মেয়র বাদশা

169

রাশেদ স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বিরোধীদল-মত দমনে ব্যস্ত বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থ হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে সাধারণ মানুষের আয় অনেক কমে গেছে, এর ওপর নিত্যপণ্যের নিয়ন্ত্রণহীন উচ্চমূল্যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। কেরোসিন, ডিজেল, এলপিজি গ্যাসের দাম ও যানবাহনের ভাড়া বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সোমবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বিভিন্ন এলাকায় সচেতনামূলক লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি। লিফলেট বিতরণকালে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপি’র আহবায়ক মাহবুবর রহমান বকুল, জেলা বিএনপি নেতা এ্যাড. সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন, শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুব দলের সাবেক সভাপতি কেএম খায়রুল বাশার, সাবেক ছাত্রনেতা শেখ তাহা উদ্দিন নাহিন, সাবেক ছাত্রনেতা সহিদ-উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ন আহ্বায়ক সরকার মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমি, সদস্য সচিব আদিল শাহারিয়ার গোর্কি, সিনিয়র যুগ্ন-আহবায়ক হারুন-অর-রশিদ সুজন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও শহর শ্রমিকদলের সভাপতি লিটন শেখ বাঘা, জেলা কৃষক দলের আহবায়ক আকরাম হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ময়নুল হক বকুল, শহর বিএনপির নেতা মাহবুবুর রহমান লুলকা, শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাউন্সিলর রোস্তম আলী, কাউন্সিলর এনামুল হক সুমন, জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।