তাড়াশে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ১৮,সংরক্ষিত মহিলা ৪৯,সাধারন সদস্য পদে ১৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

338

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম ধাপে চার ইউনিয়ন পরিষদের নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষনার পর থেকেই ইউনিয়ন গুলোতে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামী ৫ জানুয়ারীতে নির্বিঘ্ন, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারবেন এমন প্রত্যাশা করছেন ভোটারগণ। তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন। নবগঠিত পৌরসভার সীমানা জটিলতার কারনে পৌর সভাসহ চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তফসিল মোতাবেক বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ছিল রিটানিং কর্মকর্তার নিকট ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ জন, সংরক্ষিত (নারী) পদে ৪৯ জন ও সাধারণ ইউপি সদস্য পদে ১৫১ জন প্রার্থী স্ব-স্ব রিটার্নি কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে ১নং তালম ইউনিয়নে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী আব্দুল খালেক। আওয়ালী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জামাত আলী, সহ-সভাপতি মো. জয়নুল আবেদীন খান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মো. আব্দুল মতিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. নজরুল ইসলাম, জাকের পার্টির মো. ইদ্রিস আলী চেয়ারম্যান পদে, সংরক্ষিত (নারী) পদে ১১ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন।
৩ নং সগুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরী। আওয়ালী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকি, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল হালিম মন্ডল, সদস্য মো. মোনায়েম হোসেন জেমস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, সাবেক সেনা সদস্য মো. সেরাজুল ইসলাম, সংরক্ষিত (নারী) পদে ১৪ জন ও সাধারণ
ইউপি সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র জমা দেন।
৪ নং মাগুড়াবিনোদ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী মো. মেহেদী হাসান ম্যাগনেট। আওয়ালী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হালিম ও মো. শফিকুল ইসলাম চেয়ারম্যান পদে, সংরক্ষিত (নারী) পদে ১৩ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দেন ।
৮নং দেশীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী আব্দুল কুদ্দুস সরকার। আওয়ালী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্র নাথ বসাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের মো. সাইদুজ্জামান চেয়ারম্যান পদে, সংরক্ষিত (নারী) পদে ১১ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৪১ জন মনোনয়নপত্র জমা দেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জল কুমার রায় বলেন, তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন। উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য পদে সুষ্ঠভাবে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৫ জানুয়ারী তারিখে অনুষ্ঠিত নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ হবে বলে আশা করছি।