শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

139

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ জাতীর শ্রেষ্ঠ সন্তনদের স্মরনে বগুড়ার শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহদী বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল ১০ ঘটিকায় উপজেলার গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের শিক্ষক প্রতিনিধি মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুলের পরিচালক মোঃ শাহিনূর ইসলাম।

এসময় তিনি বলেন শহীদ বুদ্ধিজীবি দিবস বাঙালির ইতিহাসে এক জঘন্যতম কলঙ্কময় দিন। ১৯৭১ সালের ১৪ ই ডিসেম্বর বাঙালির বিজয়ের মাত্র ২ দিন আগে পাকিস্তানি বাহিনীরা তাদের পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধা শূণ্য করার জন্য এদেশের খ্যাতিমান শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, গবেষক, সাহিত্যিকদের নির্মমভাবে হত্যা করে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, মাহিম, ফিরোজ, ইমরান, মামুন, ইকরামুল, অসিম, বিথি, হাসি রানী, মারুফা, সুমাইয়া, শিক্ষার্থী স্নেহা, জেসমিন, সুবর্না, উষা, মিথিলা, তানজিলা, নাঈম, শাহী প্রমুখ।

পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মেনাজাত করা হয়।