বগুড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

159

রাশেদ স্টাফ রিপোর্টার

মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করার লক্ষ্যে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া ও মানবিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে এসো হাতে হাত মিলাই, অসহায়দের পাশে দাড়াই” এ শ্লোগান নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বগুড়া জয়বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ আয়োজন করা হয়। জয়বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ রাজার সভাপতিত্বে কম্বল বিতরণ ও আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তসিম উদ্দীন সোনারায় ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্য শেষে শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, বগুড়া থিয়েটারের কার্যনির্বাহী সদস্য ওসমান গনি খান, আব্দুল হান্নানসহ জয়বাংলা সাংস্কৃতিক গোষ্ঠীর অন্যান্য সদস্যবৃন্দ। শেষে জারি-সারি, বাউল, দেশাত্মবোধক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মনমুগ্ধকর গান পরিবেশন করা হয়।।