বগুড়ার পর্যটন কেন্দ্র প্রেম যমুনার ঘাটে পরিচ্ছন্নতা অভিযান করলেন ইউএনও সারিয়াকান্দি

372

শিবলী সরকার, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিবেদকঃ- বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের পর্যটন কেন্দ্র প্রেম যমুনার ঘাটে মোবাইল কোর্ট এর মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন সারিয়াকান্দি উপজেলা অনির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। ১৭ই ডিসেম্বর শুক্রবার বিকালে এই অভিযান পরিচালনা করেন তিনি। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রকার খড়/ খড়ি, গবাদি পশু এবং গোবর পরিস্কার করার নির্দেশনা দেন তিনি। পর্যটকদের পরামর্শ ও পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখে এর আগে অনলাইন গন-মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিচ্ছন্নতার বিষয়ে সংবাদ প্রকাশ হলে এই ব্যাবস্থা গ্রহণ করেন উপজেলা প্রশাসন সারিয়াকান্দি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সংবাদকর্মীদের বলেন, পর্যটন কেন্দ্রের পরিবেশ রক্ষার বিষয়টি মাথায় রেখে এই অভিযান পরিচালনা করা হয়েছে।পরিবেশ রক্ষাকরা আমাদের সবার দায়িত্ব। এখানে যারা পরিবেশ নষ্ট করছে তাদের সতর্ক করাহয়েছে। এই অভিযান অব্যাহত থাবে।