মালয়েশিয়ায় গিয়ে লাশ হয়ে বাড়ীতে ফিরলেন কাহালুর লোহাজাল গ্রামের সুমন

105

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বেশি টাকা রোজগারের আসায় দেশের মায়া ত্যাগ করে ২০১৯ সালে মালয়েশিয়ায় যান বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামে শফিকুল ইসলামের পুত্র সুমন (২৩)।
সেখানে সে একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। কারখানায় কর্মরত অবস্থায় ২৯ জানুয়ারী/২২ইং তারিখে সুমনের মৃত্যু হয়। সুমনের লাশ গ্রামের বাড়ী বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামে পৌছিলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সুমন লোহাজাল গ্রামের শফিকুল ইসলামের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।
শনিবার বাদ জোহর সুমনের নামাজে জানায়া লোহাজাল গ্রামে অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন নারহট্ট ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুর রহিম প্রামানিক, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত কাহালুর বিবিরপুকুর শাহসুলতান শাহজালাল মৎস্য বীজাগারের সত্ত¡াধিকারী বিশিষ্ট মৎস্য চাষী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, নারহট্ট ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল, সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব মাওঃ শহীদুল্লাহ, নারহট্র ইউ পি সদস্য গোলাম রব্বানী মন্ডল সহ ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।
নামাজে জানায়া শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।