কাহালুর মুরইল ইউনিয়ন পরিষদে ওয়েবসাইট তথ্যবহুল ও সমৃদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

119

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার কাহালুর মুরইল ইউনিয়ন পরিষদ হলরুমে রেসপিন্সবল প্রকল্প লাইট হাউস এর আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বঞ্চিত জনের অধিকার প্রকল্পের অন্তর্ভূক্ত জন-প্রতিষ্ঠান সমূহ শক্তিশালীকরণ কার্যক্রম বাস্তবায়নের জন্য রেসপিন্সভ লোকাল গভঃ ইউনিটস্ ফর মার্জিনালাইজড্ পিপ্ল (রেসপিন্সবল) প্রকল্প কর্তৃক জনগণের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ ওয়েবসাইট তথ্যবহুল ও সমৃদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ মো. আব্দুল জলিল, ইউ পি সচিব ছালমা খাতুন, রেসপিন্সবল প্রকল্প লাইট হাউস এর কাহালু উপজেলা প্রকল্প কর্মকর্তা জলিমুন্নেসা, মুরইল ইউ পি সদস্য তারা বেগম, রেলি বেগম, রাশেদা বেগম, সোহাগ ফকির, তৈয়বুর রহমান, আবু বক্কর সিদ্দিক, জিল্লাল রহমান, জাহিদুল ইসলাম, সিহাব, আখতারুল প্রামানিক, আবু হাসান, ইমদাদুল হক সহ ইউনিয়ন মৎস্য অফিস, প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি সহ ও অন্যান্যরা।