মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশসহ সার্বিক উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে-এমপি জিন্নাহ

108

মহাস্থান উচ্চ বিদ্যালয়ের নব মির্মিত চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার এ উপলক্ষে অত্র বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠান ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।

এ সময় তিনি বলেন মহাস্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ আরো উন্নতির লক্ষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য উদাত্ত আহবান জানান। এবং অত্র বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ একটি বিদ্যালয় হিসাবে যাতে সুনাম অর্জন করে সে লক্ষে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, বগুড়া জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হযরত আলী, মহাস্থান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইছানুর রহমান, বগুড়া জেলা যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরিফ সঞ্চয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আব্দুল হামিদ, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা, সাধারন সম্পাদক এরফান আলী, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় অত্র বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক – শিক্ষিকা মন্ডলী, গণ্যমান্যব্যক্তিবর্গ অভিভাবকবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি নব-নির্মিত চারতলা বিশিষ্ঠ একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার হযরত আলীর পরিবেশিত শিক্ষামূলক গান এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে তিন জন শিক্ষার্থীর বক্তব্য উপস্থিত সবারই দৃষ্টি কাড়ে।।