নওগাঁ দাবী মৌলিক উন্নয়ন সংস্থা আয়োজনে গবাদি প্রাণীর টিকাদান

161

সোহাগ মাহবুব স্টাফ রিপোর্টার: শনিবার সকালে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় গবাদি প্রাণীর টিকা ক্যাম্পের আয়োজন করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা আইএফএডি এর আর্থিক সহযোগিতা এবং পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় ( দুপচাঁচিয়া ও আদমদীঘি) । প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে ২১ এপ্রিল ২০২২ নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের শিংবাচা গ্রামে ভ্যাক্সিনেশন ক্যাম্পের অনুষ্ঠিত হয়। গবাদি প্রাণীর সংক্রামক রোগ থেকে মৃত্যুর হার কমানোর লক্ষ্যে প্রকল্পের কার্যক্রমের অংশ হিসাবে ২৪৭ টি গবাদি প্রাণীকে তড়কা ও পিপিআর টিকা প্রদান করা হয়। ভ্যাক্সিন ক্যাম্পেইন গ্রামে মাইকিং ও সন্মানিত ব্যক্তিবর্গকে অবহিত এবং ক্যাম্পেইন পরিচালনা করেন স্থানীয় লোকাল সার্ভিস প্রোভাইডার মোঃ রাকিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটিটের ড. জাহিদুল ইসলাম জাহিদ এবং সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটিটের মো: তাবরীজ আহম্মেদ।