আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বগুড়ায় বিএনপির মানববন্ধন

98

স্টাফ রিপোর্টার রাশেদ
৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় শহরের নবাববাড়ী রোড় দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়। বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মামুনুর রশিদ মিঠু, এম আর ইসলাম স্বাধীন, এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, এনামুল কাদির এনাম, মনিরুজ্জামান মনি, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা কৃষক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তর, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোর্শেদ মিটন, সোলেমান আলী, শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সুজন প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যা, খুন, গুমে বিশ্বাসী বর্তমান সরকার। এ সরকারের দিন ফুরিয়ে আসছে। আমরা সকলে মিলে আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারের পতন ঘটাবো। এ সরকার পূর্বে যখন ক্ষমতায় এসেছিল তখনও হত্যা, খুন, গুম বেশি হয়েছিল এটি আপনারা সকলেই জানেন। এ জুলুমবাজ সরকারকে আগামী নির্বাচনে জনগন ভোট না দিয়ে প্রমান করবে এ দেশের মানুষ আর আপনাদেরকে চায় না। জোর করে মানুষের ভালোবাসাও পাওয়া যায় না ক্ষমতাতেও থাকা যায় না। বিএনপি সরকারের আমলে জনগন অনেক সুখেই ছিল। বিএনপিকে আবারো ক্ষমতায় নিয়ে আসুন আপনাদের ভাত, ভোটের অধিকার নিশ্চিত করবে।।