শরীর স্বাস্থ্য গঠনে খেলাধুলা করা অত্যান্ত প্রয়োজন -বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী বাদশা

120

মুহাম্মাদ আবু মুসা
বগুড়া জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা বলেছেন, মন, শরীর স্বাস্থ্য গঠন ও ভাল রাখতে চাইলে মাঝে মধ্যে খেলা ধুলার আয়োজন করা অত্যান্ত প্রয়োজন। যুব সমাজ এ ধরনের খেলা ধুলার মধ্যে থাকলে মাদকের আসক্ত থেকে বিরত থাকবে। গতকাল শুক্রবার বগুড়া গাবতলীর পীরগাছা হাইস্কুল মাঠে স্থানীয় সাবেকপাড়া নওরোজ ক্লাবের আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক সাবলু’র সভাপতিত্বে খেলার উদ্ধোধক ছিলেন সাবেকপাড়া নওরোজ ক্লাবের আহবায়ক আলফাজুর রহমান। প্রধান পৃষ্টপোষক মশিউর রশিদ। অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নওরোজ ক্লাবের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক স্বাধীন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম মেম্বার, পেস্তা মন্ডল মেম্বার, আব্দুর রহমান নান্নু, আলী আজম, রুস্তম আলী রকেট, রঞ্জু মেম্বার, সাবেকপাড়া নওরোজ ক্লাবের জিহাদ আকন্দ, শাহাদত হোসেন, রবিউল ইসলাম ভূট্টা, সোহেল রানা, রনি, রাকিব, মাইনুল প্রমূখ। উদ্ধোধনী খেলায় রিয়াদ ফুটবল একাডেমিকে হারিয়ে পীরগাছা হিরোজ ক্লাব ১-০ গোলে জয়ী হয়।