নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় মাছের মেলা

41

দুপচাঁচিয়( বগুড়া) প্রতিনিধিঃ
নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়ায় হয়েছে একদিনের মাছের মেলা। প্রায় ৫ বছর যাবত ধরে রেখেছে মেলা।মেলায় ঘুরে দেখা যায়,এই মেলায় আশা বড় বড় বিভিন্ন জাতের মাছের পসরা সাজিয়ে একদিনের জন্য এই মেলা বসানো হয়ে থাকে।নবান্ন শস্যভিত্তিক একটি ঐতিহ্যবাহী লোকজ উৎসব। প্রতিবছর পহেলা অগ্রহায়ণে সনাতন ধর্মাবলম্বীদের এই দিনের নবান্ন উৎসব পালন করে থাকেন।
মেলা ঘুরে একজন মাছ বিক্রেতা পরেশ চন্দ্র দাস ও বিধান দাস জানায় তারা প্রতিবছর পহেলা অগ্রহায়নে দুপচাঁচিয়ায় সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মাছের আরৎ এ- এই মেলা বসিয়ে বিভিন্ন জাতের মাছের বেচাকেনা শুরু করেন। মেলায় মাছ কিনতে আসা ফেরদৌস,নাসির, কাব্য, সাথে বলেন অনেকদিন থেকে এই এলাকায় সকল সম্প্রদায়ের মানুষ প্রতিবছর নবান্ন উৎসব এলে মেলায় থেকে বিভিন্ন জাতের মাছ কিনতে দেখা যায়। বিশেষ করে মেলায় আসা -রুই মাছ কেজিপ্রতি ৪৭০ /৬০০টাকা, কাতল মাছ -৫০০/৬৫০ টাকা, ব্রিগেট-৩৫০/৪৭০টাকা ধরে মাছ বিক্রি হয়েছে । এছাড়াও বিভিন্ন রকমের মাছের বেচাকেনা করতে দেখা গিয়েছে। একইভাবে চলে দুপচাঁচিয়ায় মাছের মেলায় রাজশাহী জেলার তানোর, মান্দা, সতীর হাট ও স্থানীয় এলাকার মাছ এই মেলাতে উঠতে দেখা গিয়েছে । নবান্ন উৎসব উপলক্ষে মাছের মেলা বসানো হয় সন্ধ্যে সাড়ে সাতটায় থেকে পরেদিন সকাল সাতটা পর্যন্ত। এই মাছের মেলা কে কেন্দ্র করে দুপচাঁচিয়া থানার পুলিশ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন, এই মেলাতে মহিলারাও মাছ কিন্তু দেখা গিয়েছে।