দেশের অবকাঠামোর উন্নয়নে আ’লীগ সরকারের বিকল্প নাই -মজনু

157

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, বাংলাদেশ এখন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামোর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর ভাগ্যের নিরলসভাবে কাজ করছেন। তাই সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করতে হবে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয় মাঠে নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) আব্দুস সালাম ভুলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, শাহাদত আলম ঝুনু, শহর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী হিরো, উপ-দপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, সদস্য শফিকুল ইসলাম নাফরু, ইমরান হোসেন রিবন, আলমগীর হোসেন স্বপন এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল গফুর। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু। সম্মেলনটির সভাপতিত্ব করেন নাড়ুয়ামালা ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা। স্বাগত বক্তব্য রাখেন নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা কৃষকলীগের আহবায়ক হায়দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ, জেলা যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রুমেল খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, পৌর যুবলীগের সভাপতি হিরন পাইকার, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্না, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সহ-সভাপতি সরকার ছঈম, পৌর ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে নজরুল ইসলাম বাদশা সভাপতি, শাজাহান আলী ছুনচু সহ-সভাপতি, তারাজুল ইসলাম খান সাধারণ সম্পাদক, লুৎফর রহমান যুগ্ম সম্পাদক এবং সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।