বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় শেরপুরে আনন্দ র‌্যালি

138

মোঃ জাকির হোসেন:শেরপুর (বগুড়া) প্রতিনিধি

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৭ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে আনন্দ র‌্যালি করা হয়েছে। র‌্যালি শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। উপজেলা ভেটেরিনারী সার্জন জন প্রশাসন পদকপ্রাপ্ত ডা. মো. রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারি ডাবলু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বগুড়া জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো।

শেরপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারিসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পুলিশ, আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।