করোনা মহামারীতে বিশেষ অবদান রাখায় স্বর্ণপদক প্রাপ্ত নেপালতলী ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা

126

গাবতলি উপজেলা প্রতিনিধিঃ বগুড়া গাবতলি নেপালতলী ইউপি চেয়ারম্যান এস.এম লতিফুল বারী মিন্টু করোনার মহামারীতে বিশেষ অবদানের জন্য স্বর্ণ পদক,শেরে ই-বাংলা স্মৃতি পদক পাওয়ায় ২৭মার্চ বিকাল ৪ ঘটিকায় ধলিরচর যুব সমাজের আয়োজনে সংবর্ধনা অনুষ্টান পরিবেশিত হয়। মহামারী চলাকালে সরকার ও নিজের পক্ষ থেকে নেপালতলী ইউনিয়ন জন সাধারনদের সাহায্য ও সহযোগিতায় তার ভূমিকা ছিল অপরিশীম অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রন্টুর সভাপত্তিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টি.এম.মুসা পেস্তা প্রধান বক্তা বক্তব্য রাখেন গাবতলি উপজেলা পুলিশিং কমিটির সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, ফারুক আহম্মেদ জুবলু, বরেণ্য অতিথি অধ্যক্ষ ফারুক আহম্মেদ, তত্তাবধানে ছিলেন গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তার আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলাদ্রী শেখর বিটু সিংহ, সাধারন সম্পাদক রেজাউল করিম রানা যুগ্নসাধারন সম্পাদক নুরুল ইসলাম উজ্জল, যুবলীগ নেতা হাকিম, কৃষকলীগ নেতা তারেক, দুলাল,শ্রমিকলীগ নেতা আরিফুর, তারেক, উপস্থিত ছিলেন মমিনুর ইসলাম, সানাউল হাবিব, তাহেরুল ইসলাম, কামরুল ইসলাম,আলমগীর রহমান, তোফাজ্জল হক সহ অএ এলাকার জনসাধারণ ।