মেরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব পানি দিবসে আলোচনা সভা

163

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

অপচয় রোধে পানির মূল্যায়ন করি, জীবনের জন্য অপরিহার্য পানি সম্পদ সুরক্ষিত করি, এ প্রতিপাদ্য বিষয়কে মনে প্রানে লালনের মধ্যদিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে রোববার এএলআরডি এর অর্থায়নে মেরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব পানি দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ১নম্বর প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আর্সেনিক মুক্ত ও নিরাপদ পানির জন্য বর্তমান সরকার বহুমখি উদ্যোগ গ্রহন করেছে। বিশেষ করে পানির ঘাটতি রোধে মেগা প্রজেক্টের মাধ্যমে চিনের সাথে সমঝোতা চুক্তি করেছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে অবশ্যই এ দেশের পানির সকল সমস্যা সমাধান হবে। তিনি আরো বলেন সৌদি ও ইরাকে তেলের চেয়ে পানির মূল্য বেশী। লোহিত সাগর হতে সংগৃহিত পানি শোধনাগার হতে সুস্বাদু পানির ব্যবস্থা করেছে। যেহেতু পানির ওপর নাম জীবন বিধায় এ পানির অপচয় আমরা কখনও করবো না। আলোচনায় নদী বাঁচাতে হাইকোর্টের রায়, দুষণমুক্ত পানির প্রাপ্তি, টেকসই উন্নয়নের ভিত্তি, পানির দুষণ অপচয় রোধ, প্রাকৃতিক পানির উৎস রক্ষাসহ শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে পানি অধিকার বিষয়টি অন্তভূক্তকরণসহ বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মুলক সুপারিশ সমূহ স্থান পায়। এসময় উপস্থিত ছিলেন ইউএসকেএস নির্বাহী পরিচালক মোকাদ্দেস হোসেন শেখ, কেন্দ্রীয় ছাত্রলীগ সাবেক সদস্য সোহেল তানভীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, এসএম ফুডস ডিএসএম সোহেল মিয়া, ছাত্রলীগ নেতা সজদ সরদার ও সংস্থার কার্যনির্বাহী সদস্য মাকছুদা বেগম পলিসহ। সংস্থার উপদেষ্টা মো. আজাহার আলীর উপস্থাপনায় আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেয়।