বগুড়া সদরের ধাওয়াকোলা গ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ তারে জড়িয়ে যুবকের মৃত্যু

243

এম দুলাল বগুড়া (সদর)বগুড়ার সদরের গোকুল ইউনিয়নের ছোট ধাওয়াকোলা গ্রামে আম পাড়তে গিয়ে বিদ্যুতের হাই ভোল্টেজের তারে জড়িয়ে আরিফ হাসান (২২) নামের এক রংমিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আরিফ ওই গ্রামের মৃত বেলাল সাকিদারের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টায় আরিফ বাড়ির পাশে একটি আম গাছে উঠে আমপাড়া কাঁচা বাঁশের তৈরী (টোপা) দিয়ে আম পাড়তে গেলে গাছের ওপর দিয়ে উচ্চধারণ সম্পন্ন বৈদেশিক হাই ভোল্টেজের (ST)তারে অসাবধানতা বসত লেগে যায়। মৃত্যু নিশ্চিত হলে কিছুক্ষণ পর. আম গাছ থেকে মাটিতে পড়ে যায়। এ বিষয়ে গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, শুনেছি আরিফ গাছে উঠে পাঁকা আম পাড়তে ছিল। কিন্তু তাঁর হাতে কাঁচা বাঁশটি উঁচু এসটি তারে লেগে প্রথমে একটি ঘরের উপর পরে মাটিতে পড়ে যায়। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি চিকিৎসালয়ে নিলে চিকিৎসক তাঁরে মৃত ঘোষনা করেন। আরিফের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা দুঃখজনক। আরিফের মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।