নওগাঁয় করোনায় ৫জনের মৃত্যু শনাক্তের হার ৩৫.৭৩শতাংশ

177

মোঃ সজীব হাসান, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে প্রায় প্রতিদিনই মৃত্যু হচ্ছে। গত ২৪ঘন্টায় (বৃহস্পতিবার সকাল পর্যন্ত) জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে আজ পর্যন্ত একদিনে রেকর্ড পরিমাণ ৫জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন জেলার পত্নীতলা-২, বদলগাছী-১, রাণীনগর-১ ও আত্রাই উপজেলাতে ১জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে ১১০জন। জেলায় এই পর্যন্ত করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা হলো ৮২জন। গত ২৪ঘন্টায় মোট পিসিআর নমুনা পরীক্ষা করা হয় ১০৩টি। এরমধ্যে পজেটিভ এসেছে ৬৬টি ও এ্যন্টিজেন নুমনা ২০৫টিতে পজেটিভ এসেছে ৪৪টি। আক্রান্তের হার ৩৫দশমিক ৭৩শতাংশ। জেলায় এ পর্যন্ত ৪হাজার ৬শত জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর সুস্থ্য হয়েছেন ৩হাজার ২শত৪০জন। গত ২৪ঘন্টায় নতুন করে ৭৫জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়া জেলার রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই বিষয়গুলো নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মনজুর-ই-মুর্শেদ নিশ্চিত করেছেন।