গাবতলীতে বৃদ্ধ মা ও দুই ছেলে মেয়েকে নিয়ে অনাহারে দিন কাটছে রেজাউলের

225

নুর আলম নুর স্টাফ রির্পোটারঃ
সরেজমিনে গিয়ে দেখা যায় বগুড়া গাবতলী উপজেলা নারুয়ামালা গ্রামের মো:রেজাউল করিম পিতা:মৃত্যু মহির উদ্দিন সে তার পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ মা ও দুই ছেলে মেয়েকে নিয়ে অনাহারে দিন কাটছে তার. রাতে ঘুমানোর মত নেই তার একটা ঘড় দু চালার সেই পূরনো ঘরে থাকতে সবাইকে একসাথে ভোরের কুয়াশা পরলে বৃষ্টি মতো পরে তাদের ঘরে.রেজাউল পেশায় একজন রিক্সা চালক ভাড়ার রিক্সা দিয়ে চালাতে হয় তার পরিবারের সদস্যদের খাবার ও ছেলের মেয়েদের পড়াশোনার খরচ. জানাগেছে.তার ছেলে মো:বাইজিদ মিয়া এবার S S C পাশ করেছে মেয়ে নুর আকতার নারুয়ামালা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে ভালো খাবার ভালো পোশাক যেনা তাদের সপ্ন ছেলে মেয়ে জানায় আমার বাবার অসুস্থতার কারণে এখন তেমন রিক্সা ও চালাতে পারে না পড়াশোনার খরচ চালাতে পারে না.আমারা খাইতে পারি না তিন বেলা খাবার খুবই কষ্ট করতে হয় এ দুঃখ কষ্ট যেনো নিত্য দিনের সাথী.নারুয়ামালা ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ মতিউর রহমান মতি. জানায় রেজাউলের প্রতি আমার সবসময়ই সু নজর আমি দিয়ে থাকি. যখন যে অনুদান পরিষদে আসে চেষ্টা করি তাদের পরিবারের পাঠানোর জন্য তবে মাননীয় প্রধান মন্ত্রী যদি তার পরিবারের দিকে সহযোগিতা করেন তাহলে তার ছেলে মেয়েদের পড়াশোনা করা সম্ভব তিন বেলা ডাল ভাত খেতে পারবে.এলাকা বাসির চাওয়া স্থানীয় জনপ্রতিনিধির কাছে তার পরিবারের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।