গাবতলীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করলেন রবিন খাঁন

173

মুহাম্মাদ আবু মুসা

আজ বৃহস্পতিবার বগুড়া গাবতলীর সোনারায় ইউনিয়নের দক্ষিন সাবেকপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেছেন বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন। পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের সাথে মতবিনিময় করে তাঁদের সার্বিক খোঁজ-খবর নেন রফি নেওয়াজ খাঁন রবিন। এ সময় তিনি (রবিন) হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সবসময় তাঁদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ^াস দেন। এ সময় আরো বক্তব্য রাখেন গাবতলী মডেল থানায় নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, সোনারায় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম, নব-নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব, স্থানীয় নব-নির্বাচিত ইউপি মেম্বার জহুরুল ইসলাম, মেম্বার প্রার্থী উজ্জল কুমার চন্দ্র, স্থানীয় বিশ^নাথ চন্দ্র প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারঃ) রফিকুল ইসলাম ছুন্নু, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন টুকু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, ইউপি সদস্য আলেক উদ্দিন কালু, পেস্তা মন্ডল, জুলফিকার আলী শ্যামল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট, স্থানীয় দক্ষিন সাবেকপাড়া সার্বজনীন দূর্গামাতা মন্দির কমিটির সভাপতি শ্রী সুবল চন্দ্র প্রাং, সাধারণ সম্পাদক ভবেন্দ্র চন্দ্র দাস, উম্মিকা চরন দাসসহ সহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খাঁন রবিন ও নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ সকলের উপস্থিতিতে নব-নির্বাচিত মেম্বার জহুরুল ইসলাম ও পরাজিত প্রার্থী উজ্জল চন্দ্র এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে সকল ভুল বোঝাবুঝি নিরাসন করে দেন। এখন থেকে কোন পক্ষের আর অভিযোগ না থাকায় বিষয়টি সমাধান হয়ে যায়। এমনকি মেম্বার প্রার্থী উজ্জল কুমার চন্দ্র দায়ের করা মামলাটি প্রত্যাহার করে নিবেন বলে তিনি (উজ্জল) জানান।