শিবগঞ্জের ময়দানহাটা ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

198

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার;

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং মতবিনিময় বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১নং ময়দানহাটা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি আওয়ামী লীগ সাভাপতি মেজবাউল আলম(মেজবার) সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) দীপক কুমার দাস, বিশের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়দানহাটা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু জাফর মন্ডল, শিবগঞ্জ থানা(তদন্ত) অফিসার হাসমত আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন ময়দানহাটা ইউনিয়ন বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত আফিসার এসআই তরিকুল আলম, ময়দানহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপেল আহম্মেদ( মেহেদুল), এসআই ইস্রাফিল। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মোঃ সিরাজুল ইসলাম,৩ নং ওয়ার্ড সদস্য এমদাদুল হক,৪ নং ওয়ার্ড সদস্য শাহজাহান আলী, ৫নং ওয়ার্ড সদস্য মাসুম বিল্লাহ,৬ নং ওয়ার্ড সদস্য মোয়াজ্জেম হোসেন (নবাব),৭নং ওয়ার্ড সদস্য খলিলুর রহমান, ৮নং ওয়ার্ড জেসমিন বেগম,৯ নং ওয়ার্ড সদস্য ও পেলেন চেয়ারম্যান নয়ন মন্ডল, ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য বিউট বেগম,৪,৫,৬ নংওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য মমতা বেগম,৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা জান্নত( টপি),দাড়িদহ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসমাল, দাড়িদহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, দাড়িদহ বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষাক ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।