দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই—-লিটন

87

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা আওয়ামী যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেছেন, দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। তাই শেখ হাসিনা সরকার শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। যা শিক্ষা ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। উন্নত জীবন গড়ার আহবান জানিয়ে শিক্ষার্থীদেরকে তিনি আব্রাহাম লিঙ্কন, শেখ মুজিবুর রহমান, টমাস আলভা এডিসনের মতো আলোকিত মানুষদের আদর্শ ও পদাঙ্ক অনুসরণ করতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আলী ইমাম ইনোকী অত্র প্রতিষ্ঠানের সভাপতি আছেন বলেই আজ কৃতি শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে। যা শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যত গড়তে উৎসাহ যোগাবে। গতকাল সোমবার দুপুরে বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কলেজ গভর্ণিং বডির সভাপতি উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকীর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সঞ্চালনায় সংবর্ধণা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাইসুল তোফায়েল কোয়েল ও সাজেদুর রহমান সিজু, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক তাজনুর রহমান শাহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, আবু রায়হান, সামছুল হক, খাদিজা খাতুন, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।