জনবিচ্ছিন্ন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেনা ..এমপি সিরাজ

88

এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ

বগুড়া ০৬ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, অতি শীঘ্রই আওয়ামীলীগ বিদায় হবে। জনবিচ্ছিন্ন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেনা। তারা দেশ চালাতে ব্যার্থ হয়ে প্রলাপ বকছে। বিএনপি একমাত্র দল, যার ক্ষমতা আছে একক ভাবে নির্বাচন করার। কঠোর আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আর একবার যুদ্ধ করতে হবে। দেশ ও দেশের মানুষকে এই অবৈধ সরকারের হাত থেকে রক্ষা করতে, জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ হল রুমে, রাজনৈতিক মামলা-হামলার শিকার, কারানির্যাতিত দলীয় নেতা কর্মী ও অসচ্ছল পরিবারের মাঝে মাহে রমজান ও ঈদুল-ফিতর উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক। আরও উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সরকার মুকুল, বগুড়া সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র, যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার সেফাত, বগুড়া জেলা মহিলাদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাজেরা বেগম, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আইযুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস আই শফিক, বগুড়া সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, বিএনপিনেতা ছামসুল হক,হাসান জাহিদ হেলাল, শামীম রেজা শামীম, কৃষকদলনেতা জুয়েল হাসান, এবিএম মিলন, শহিদুল ইসলাম স্বপন,যুবনেতা একরাম হোসেন,আলফাজ উদ্দিন, ইঞ্জিঃ মানিক, নামুজা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মাষ্টার, লাহিড়ীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মেদ, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, শেখেরকোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক ডাঃ মাহবুবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক রাসেদুজ্জামান রকিব, নিশিন্দারা ইউনিয়ন বিএনপিনেতা মানিক,আল আমিন পেস্তা,আব্দুর রাজ্জাক,নুরুল ইসলাম খাদেম,যুবনেতা ওমর ফারুক,ছাত্রনেতা এনামুল হক নাসিম সহ ১১টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।