আগামীকাল কৃষক হত্যা দিবস পালন করবে বগুড়া জেলা কৃষকলীগ

148

আবু সাঈদ স্টাফ রিপোর্টার

১৫ই মার্চ কৃষক হত্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় শহরের টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে বগুড়া জেলা কৃষকলীগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা এবং সঞ্চালনা করবেন সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু। ১৯৯৫ সালের মার্চ মাসে মাসব্যাপি সরকার নির্ধারিত মুল্যে সারের দাবিতে সারাদেশের কৃষক সমাজ ব্যাপক আন্দোলন গড়ে তুলে। এই আন্দোলনকে লক্ষ্য করে তৎকালীন বিএনপি- জামাত জোট সরকারের গুলিতে দেশের বিভিন্ন স্থানে ১৮ জন কৃষক নিহত হন। সেই সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ই মার্চকে কৃষক হত্যা দিবস হিসেবে ঘোষনা করেন। সেই থেকে যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে কৃষক হত্যা দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ কৃষকলীগ। তাই দিবসটি সফল করার লক্ষ্যে সোমবার সকালে সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা ও সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু।