গাবতলীতে চেয়ারম্যান ৭২ সংরক্ষিত মহিলা ১২২ সাধারণ সদস্য ৩৮১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

202

মুহাম্মাদ আবু মুসা

বগুড়ার গাবতলী উপজেলায় ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে আগামী ৫জানুয়ারী/২২ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।পঞ্চম ধাপে ঘোষিত তফশীল অনুযায়ী গত ৯ডিসেম্বার/২১ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে স্ব স্ব রির্টানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা।এতে চেয়ারম্যান পদে ৭২জন, সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বার)পদে ১২২জন ও সাধারণ সদস্য(মেম্বার)পদে ৩৮১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুহুল আমিন এর কার্যালয়ে গাবতলী সদর, দুর্গাহাটা ও বালিয়াদিঘী ইউনিয়ন। উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার এর কার্যালয়ে নাড়ুয়ামালা ও রামেশ্বরপুর ইউনিয়ন। উপজেলা প্রকৌশল (এলজিইডি) রিপন কুমার সাহা’র কার্যালয়ে মহিষাবান ও নশিপুর ইউনিয়ন। উপজেলা মৎস্য অফিসার আরিফ আহম্মেদ এর কার্যালয়ে দক্ষিনপাড়া ও কাগইল ইউনিয়নের প্রার্থীগন মনোনয়নপত্র দাখিল করেছেন। দক্ষিণপাড়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত এ্যাড রফিকুল ইসলাম, জাকের পার্টি থেকে আবু তালেব তারা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সাইফুল, মোফাজ্জল হোসেন প্রামানিক, মিজানুর রহমান, গোলাম মোস্তফা, জয়ফুল ইসলাম আকন্দ, আবু তাহের, মিজানুর রহমান সরকার। কাগইল ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী দিল আফরুজা খাতুন লাবনী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আগা নিহাল বিন জলিল তপন, মশিউর রহমান, আব্দুর রশিদ মোল্লা, মিজানুর রহমান হিলু, আব্দুর সবুর সবুজ, রফিকুল ইসলাম, মোর্শেদ আল আমিন লেমন, আব্দুর রহমান মন্ডল সুলতান। রামেশ্বরপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সেকেন্দার আলী, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব মন্ডল, জান্নাতুল আলম খান রুমেল, সামছুজ্জোহা তালুকদার শামীম, রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন। নাড়ুয়ামালা ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, আব্দুল গোফফার, জিন্নাতুল ইসলাম পিস্তল, মোস্তাফিজার রহমান রঞ্জু, আবু জাহিদ পায়েল, জাহিদুল ইসলাম সেলিম, আমিনুর ইসলাম। গাবতলী সদর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফারুক আহম্মেদ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসাইন খান, শাহাদত হোসেন খান সাগর, সোহেল রানা খন্দকার, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম খান। বালিয়াদিঘী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী ফকির, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান, শাকিউল ইসলাম তিতু, জাহিদ হাসান, শফিকুল ইসলাম ভুধন, হাবিবুর রহমান রিপন, খাদেমুল ইসলাম সবুজ, শাহীন ফেরদৌস, আব্দুল মতিন। দুর্গাহাটা ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মিঠু, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল হান্নান,নজরুল ইসলাম নাননু, শাহীদুল কবীর টনি, মাহমুদুল হাসান।মহিষাবান ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকিউল হাসান শাপলা ও শাকিল ইসলাম বুলেট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম, আব্দুল মজিদ মন্ডল, জাহেদুল ইসলাম স্বপন, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম মন্ডল, ইউনুছ আলী, আশিকুর রহমান, আরিফুল ইসলাম, শফিউল আলম, মতিজার আলী মতিউর ।নশিপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জোবাইদুর রহমান তালুকদার গামা, রাজ্জ্জাকুল আমিন রোকন তালুকদার, এ্যাডঃ ছানা উল্লাহ, জিয়াউর রহমান তালুকদার টুটুল, আব্বাস আলী প্রামানিক, মর্জিনা খাতুন, ছাইদুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।১২ডিসেম্বর যাচাই বাচাই, ১৫ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন, ২০ডিসেম্বর প্রতিক বরাদ্দ, ৫জানুয়ারী/২২ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত নির্বাচনে ৯টি ইউনিয়নে ১ লাখ ৮৫হাজার ৬’শ ২১ জন নারী পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।তবে বাকী সোনারায়, নেপালতলী ও নবগঠিত সুখানপুকুর ইউনিয়নে পরবর্তীতে ভোট গ্রহন হবে বলে উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন জানিয়েছেন।