সামাজিক দায় বদ্ধতা থেকে মানুষের সেবা নিশ্চিত করতে হবে-মেয়র বাদশা

95

সোহাগ মাহবুব স্টাফ রিপোর্টার : রবিবার বিকালে বগুড়া সদরের গোকুলের দেলোয়ার খাঁন মার্কেটে মহাস্থান ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্ভোধন করা হয়েছে।

ক্লিনিকের পরিচালক ও বিশিষ্ট রাজনীতিবিদ এইচ এস মাফতুন আহম্মেদ খাঁন রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ক্লিনিকের শুভ উদ্ভোধন শেষে বক্তব্য রাখেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, সেবার মান বৃদ্ধির জন্য এ ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে আমি মনে করছি। গরীব মানুষেরা যেন স্বল্প খরচে এ ক্লিনিকে সেবা পায় তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে খেয়াল রাখতে হবে। সামাজিক দায় বদ্ধতা থেকে মানুষের সেবা নিশ্চিত করতে হবে এবং দালালদের হাত থেকে এ ক্লিনিককে রক্ষা করতে হবে। মানুষের সেবার মধ্যে এ ক্লিনিক এগিয়ে যাবে বলে আমি মহান আল্লাহর কাছে দোয়া করছি। সভাপতির বক্তব্যে মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, আমাদের লক্ষ উদ্দেশ্য হলো শহরের ভাল ভাল ক্লিনিক ও হাসপাতালের চাইতে স্বল্প খরচে ভাল মানের সেবা দেওয়া। তাছাড়াও গরীর ও অসহায় রোগীদের ব্যাপারে আমাদের বিশেষ নজর থাকবে ইনশাল্লাহ। পরিচালক নাজমা আক্তারের পরিচালনায় – এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী কামরুল হক চৌধুরী, এ্যাড, সৈয়দ জহুরুল ইসলাম, গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ সোবহান সবুজ, গোকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আইয়ুব খান, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আপেল মাহমুত, শেখেরকোলা ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মৃধা। কাউন্সিলর রাজু আহম্মেদ, আমিনুল হক, সাবগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আবু সালেহ নয়ন,পরিচালক ডা, টি রহমান, কাওছার আরী খোকন,তোফাজ্জল হোসেন, মৃনাল চন্দ্র দাস,, ডা, শিমুল, হাসান জাহিদ হেলাল মাষ্টার আবু বক্কর, আঃ হান্নান, এবিএম সিদ্দিক, আকমল হোসেন সজল,মাওঃ ছামছুল আলম, , রফিকুল ইসলাম,তাহেরুল ইসলাম, মিনহাজ উদ্দিন, গোলাম মোস্তফা নয়ন, এবিএম মিলন, সাইফুল ইসলাম, আবু তাহের,মুকুল হোসেন, আতিকুর রহমান,রুমি বেগম, হাজেরা বেগম, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।