বগুড়ার সারিয়াকান্দিতে আলোচিত মজিদ হত্যা মামলায় পিতা পুত্র গ্রেফতার

189

শিবলী সরকার, সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে আব্দুল মজিদ হত্যা মামলার প্রধান আসামী আব্দুর রহিম (৫২) এবং তার পুত্র বিপ্লব (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ সারিয়াকান্দি থানা পুলিশ। পুলিশ জানায়, সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে এস আই এখলাছুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার দিবাগত রাতে কামালপুর ইউনিয়নের সুতানারা গ্রামে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী আব্দুর রহিম এবং তার পুত্র বিপ্লবকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে । গ্রেফতারকৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত ১০/০৭/২০১৭ইং তারিখে সুতানারা গ্রামের মৃত মোজাহার আলী মন্ডলের ছেলে আব্দুল মজিদ কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে আহত হয় । পরে গত ১৬/৭/২০২০ ইং তারিখে আব্দুল মজিদ মারা গেলে পরবর্তিতে তার ছেলে বেলাল হোসেন বাদী হয়ে ১৬ জনকে আসামী করে আদালতে ১টি হত্যা মামলা দায়ের করেন । সেই মামলার প্রধান দুই আসামী কে আটকের ঘটনায় থানা পুলিশের প্রতি কৃতঙ্গতা জানিয়েছেন নিহিতের পরিবার। তারা এই ঘটনার সাথে জরিতদের দৃষ্টান্ত মুলক সাজা প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।