হাজারো মানুষের শেষ শ্রদ্ধায় চিরবিদায় নিলেন প্রবীন রাজনৈতিক মুনজিল আলী সরকার

177

শিবলী সরকার, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রবীন রাজনৈতিক ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মুনজিল আলী সরকার এর দাফন সম্পুর্ণ করা হয়েছে। বৃপস্পতিবার দুপুরে ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে তাহার পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে সকাল ১১টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব মাঠে মরহুমের প্রথম জানাযা ও রামচন্দ্রপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে তাঁর দ্বিতীয় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সংক্ষিপ্ত পরিসরে, বগুড়া-১ (সারিয়াকান্দি -সোনাতলা) এলাকার সাংসদ সাহাদারা মান্নান, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম.আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফি নেওয়াজ খান রবিন, সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল, চেয়ারম্যান ছেলে রাকিব মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিক আহম্মেদ, সাবেক ছাত্রলীগ সভাপতি রাশেদুল ইসলাম মুনু বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান সমুহ, আওয়ামীলীগ নেতা, এবং স্থানীয় সূধীজিন তাকে শেষ শ্রদ্ধা জানান এবং শোক বিবৃতি প্রদান করেন।