বগুড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান ২ লাখ টাকা জরিমানা

428

শিবলী সরকার,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি পয়েন্টে যমুনা নদীথেকে এবং বাঙালী নদীর জোড়গাছা- ভেলাবাড়ি পয়েন্টে অবৈধ ভাবে বালু উত্তোলনের বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন সারিয়াকান্দি। ১৯শে ডিসেম্বর ২০২১ রবিবার দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেন। যমুনা নদীর চন্দনবাইশা পয়েন্টে দুই লাখ টাকা

জরিমানা করেন এবং বাঙ্গালী নদীতে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ ধবংস করা হয়। এক সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, সারিয়াকান্দিতে কোন অবৈধ বালু উত্তোলন করতে দেয়া হবে না। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।